ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ে অন্তত ৪ জনের মৃত্যু


প্রকাশ: 19/12/2023


Thumbnail

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া এবং ম্যাসাচুসেটস, এই দুই রাজ্যে দিনভর বৃষ্টিপাতে জনজীবন অচল হয়ে পড়েছে। এর মধ্যে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনাতে আরও একজনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এই ঝড় বৃষ্টিতে যুক্তরাষ্ট্রের তিন রাজ্যে প্রায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই নিহতদের মধ্যে ৮৯ বছরের একজন ব্যক্তি রয়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে গাছ ধসে পড়লে তার নিচে চাপ পড়েন ওই ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে হাসপাতারে নেয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে উত্তরপূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাটে ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত পানিও জমে গেছে। এ ছাড়া নিউইয়র্ক শহরের উত্তরপশ্চিমে পাঁচ ইঞ্চি বেশি পানি জমেছে।

নিউ জার্সির মেয়র জানিয়েছেন, বন্যার কারণে মধ্যরাতের আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

ঝড়ের কারণে নিউ ইংল্যান্ডে সতর্কতা জারি করা হয়েছে। মধ্য আটলান্টিকে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

এদিকে বন্যার কারণে প্রায় ৭ লাখ ৩০ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া সোমবার পর্যন্ত ৫০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বে ছেড়েছে ৩ হাজার ৬০০ ফ্লাইট।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭