ইনসাইড গ্রাউন্ড

কোপা আমেরিকায় খেলা হচ্ছে না নেইমারের


প্রকাশ: 20/12/2023


Thumbnail

গত ১৭ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের ৪৪তম মিনিটে চোট পান নেইমার। সেই যে মাঠ ছাড়লেন এরপর মাঠে ফিরতে তার যে অনেক সময় লাগবে তা জানিয়ে দিয়েছেন তার ফিজিও।  

চোট থেকে সেরে ওঠার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে এখনও সুস্থ না হওয়ায় কোপা আমেরিকায় খেলা হচ্ছে না তার। দলের অন্যতম ভরসার জায়গায় রয়েছেন নেইমার। টুর্নামেন্টটিতে তাকে ছাড়া কঠিন পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে ব্রাজিলকে।

আগামী ২১ জুন থেকে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনাকে। আসরের অন্যতম পরাশক্তি হিসেবে খেলবে ব্রাজিল। দলটি মাঠে নামবে ২৫ জুন। তবে সেলেসাও বাহিনীকে খেলতে হবে প্রধান তারকা নেইমারকে ছাড়াই।

বুধবার (২০ ডিসেম্বর) ক্রীড়া বিষয়ক বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে জানান, ২০২৪ সালের কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের। বিষয়টি দলের ডাক্তার রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন। লাসমার বলেছেন,

নেইমারের সেরে উঠতে এখনও সময় লাগবে। কিন্তু কোপা আমেরিকার খুব বেশি সময় নেই। এটি খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে। নেইমারের সুস্থ হতে এখনও আগস্ট মাস পর্যন্ত সময় লাগতে পারে। আশা করছি এরপরে তিনি মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি হবেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর সামাজিক মাধ্যমে নেইমার একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে তার পুনর্বাসন প্রক্রিয়ার ভয়াবহ অবস্থা দেখা যায়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘ব্যথা ছাড়া প্রতিকার পাওয়া যায় না, পতন ছাড়া ওঠার মধ্যে পুণ্য নেই এবং অসুবিধা ছাড়া জয় হতে পারে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’

নেইমারের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ফিজিওর সাহায্যে তিনি পা ওঠানো-নামানোর চেষ্টা করছেন। বিছানায় শুয়ে-বসে সেই কাজটি করতেই নেইমারকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭