ইনসাইড বাংলাদেশ

কার সঙ্গে দেন-দরবার ফখরুলের?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2018


Thumbnail

বিএনপির সবাই এখন বিশ্বাস করে মির্জা ফখরুলের সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের সঙ্গে সমঝোতা এবং পরামর্শের ভিত্তিতেই তিনি দল পরিচালনা করছেন। দলের সিনিয়র নেতারা এটা মেনে নিয়েছেন। এর পেছনে যুক্তি হলো, এর ফলে দলের ওপর নিপীড়ন নির্যাতন কম হচ্ছে। দল গোছানোর সুযোগ পাওয়া যাচ্ছে। মির্জা ফখরুল বিভিন্ন নেতার মামলা, জামিন ইত্যাদি নিয়েও সরকারের সঙ্গে দেন-দরবার করছেন। সম্প্রতি ড. খন্দকার মোশাররফ হোসেন মির্জা ফখরুলকে অনুরোধ করেন, তাঁর মামলাটার গতি যেন কমানো হয়। দুদিন পর মির্জা ফখরুল ড. মোশাররফকে বলেন যে, আপনার মামলা নির্বাচনের আগে শেষ হবে না। গ্রেপ্তার এড়ানো নিয়েও বিএনপির দুই নেতা মির্জা ফখরুলকে অনুরোধ করেন। কয়েকদিন পর ওই দুই নেতাকে মির্জা ফখরুল জানিয়েছেন যে, তাদের আপাতত: গ্রেপ্তারের সম্ভাবনা নেই। জানা যায়, মুক্তি পাবার পর বিএনপি নেতা আমান উল্লাহ আমান মির্জা ফখরুলের সঙ্গে দেখা করে, তাঁর মুক্তির উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানান। মির্জা ফখরুলের সঙ্গে সরকারের যোগাযোগ ওপেন সিক্রেট হলেও তিনি কার সঙ্গে কথা বলেন, তা কেউ জানে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে যে তাঁর যোগাযোগ নেই এটা সবাই জানে। আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতার এমন ক্ষমতা নেই যে বিএনপির নেতার জামিনের ব্যবস্থা করবেন। তাহলে কার সঙ্গে দেন-দরবার করছেন ফখরুল, এই প্রশ্ন এখন বিএনপিতেই। 

বাংলা ইনসাইডার

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭