ইনসাইড বাংলাদেশ

শেখ হাসিনার সঙ্গে মিটমাট চান ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2018


Thumbnail

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে মিশে কাজ করতে চান শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূস। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরের আগে ভারতে প্রভাবশালী রাজনীতিবিদ এবং মন্ত্রীদের কাছে তিনি এই আকাঙ্ক্ষার কথা বলেন।

ড. ইউনূস ২১ মার্চ থেকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করছেন। এই সফরের আগে দুই দিনের জন্য তিনি নয়া দিল্লিতে অবস্থান করেন। সেখানে ভারতের দুই প্রভাবশালী মন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এরা হলেন, অর্থমন্ত্রী অরুন জেটলি এবং পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই দুজনকে তিনি ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার আহ্বান জানান। এর মধ্যে অর্থমন্ত্রী অরুন জেটলি জানতে চান, বাংলাদেশে সামাজিক ব্যবসা সম্প্রসারিত হচ্ছে না কেন? জবাবে ড. ইউনূস সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়নের কথা বলেন। একটি সূত্র বলছে, ভারতের অর্থমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন ‘তিনি তো দারিদ্র বান্ধব। তাঁর সঙ্গে সমস্যা, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠকে ড. ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসানের জন্য তাঁর হস্তক্ষেপ কামনা করেন। সুষমা স্বরাজ অবশ্য এই প্রস্তাবে রাজি হয়েছেন কিনা তা জানা যায়নি।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭