ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনে লড়ছেন নওয়াজ শরিফ, মুখ্যমন্ত্রী পদে মেয়ে মরিয়ম


প্রকাশ: 21/12/2023


Thumbnail

পাকিস্তানে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। নির্বাচন ঘিরে এরইমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলোর তোড়জোড়। জানা গেল, আসন্ন সেই নির্বাচনে লড়বেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ। বুধবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ। 

প্রতিবেদনে বলা হয়, নওয়াজ শরিফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বুধবার সাংবাদিকদের কাছে দাবি করেছেন পিএমএল-এন নেতা ও নওয়াজের জামাতা ক্যাপ্টেন (অব.) মুহাম্মদ সফদার। তিনি দেশটির খাইবার-পাখতুনখাওয়ার মানসেহরা অঞ্চল থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজের স্বামী সফদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ আসন্ন নির্বাচনে অংশ নিতে বৃহস্পতিবারের (২১ ডিসেম্বর) মধ্যে জাতীয় পরিষদের মানসেহরা-তোরঘর আসন থেকে মনোনয়নপত্র জমা দেবেন।

এদিকে তার স্ত্রী ও পিএমএল-এন-এর অন্যতম শীর্ষ নেতা  মরিয়ম নওয়াজ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দলের প্রার্থী হচ্ছেন। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা পরে জানানো হবে বলেও জানান তিনি।

সফদার মানসেহরাতে ডেপুটি কমিশনারের অফিসের বাইরে সাংবাদিকদের বলেন, ‘নওয়াজ শরিফ এনএ-১৫ (মানসেহরা-২) থেকে প্রার্থী হবেন। তিনি খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে জয়ী হয়ে নির্বাচিত প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী হবেন।’

মানসেহরা হাজারা বিভাগের অংশ যা পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত। নওয়াজ শরিফ মানসেহরা ছাড়াও লাহোর থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, দুর্নীতির ৩ মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে গিয়েছিলেন নওয়াজ শরিফ। এরপর কারাগার থেকে ছাড়া পেয়ে চার বছর যুক্তরাজ্যে ‘স্বেচ্ছা নির্বাসন’ কাটান তিনি। সম্প্রতি লন্ডন থেকে পাকিস্তানে ফিরে দেড় মাসের মাথায় তিন মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন নওয়াজ। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭