ইনসাইড গ্রাউন্ড

দলের টানা ব্যর্থতায় ‘বিদায়’ বললেন জিম্বাবুয়ের কোচ


প্রকাশ: 21/12/2023


Thumbnail

জিম্বাবুয়ের ক্রিকেট অনেকদিন ধরেই ব্যর্থতার ঘেরাটোপে আবদ্ধ। একদিনের বিশ্বকাপে মিললো না সুযোগ। এরপর শেষ মূহুর্তে সুযোগ হারালো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও। জিম্বাবুয়েকে টেক্কা দিয়েছে উগান্ডা 

ব্যর্থতার রেশ ছিল সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজেও। ঘরের মাঠে দুই ফরম্যাটের এই সিরিজে আইরিশদের কাছে তেমন পাত্তাই পায়নি জিম্বাবুয়ে। ব্যর্থতার এই দায় নিয়ে বুধবার (২০ ডিসেম্বর) পদত্যাগ করেছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের হেড কোচ ডেভ হটন।   

দায়িত্ব ছাড়ার প্রধান কারণ হিসেবে ড্রেসিং রুমে আগের মতো সাড়া না পাওয়ার কথা জানিয়েছেন হটন। চাকরি ছেড়ে তিনি বলেন, ‘জিম্বাবুয়ে ক্রিকেট সবসময় আমার হৃদয়ে ছিল এবং আছে। যদিও জাতীয় দলের হয়ে আমার কোচিংয়ের সময়টা এখানেই শেষ। আমি অন্য জায়গাগুলোতে জড়িত থাকতে পছন্দ করবো।’ 

আগামী মাসেই (জানুয়ারি) শ্রীলঙ্কার মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জিম্বাবুয়ে দল। হটনের হঠাৎ বিদায়ে বাকি কোচিং স্টাফদের নিয়েই এই সিরিজ খেলার কথা রয়েছে রাজাদের। তবে সাবেক এই প্রধান কোচের দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে থাকার কথা রয়েছে। কোচ হিসেবে না হলেও ক্রিকেটারদের উন্নয়নে কাজ করবেন তিনি।  

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাবেঙ্গা মুকুলানি হটনের পদত্যাগ নিয়ে বলেন, ‘গত কয়েক মাস দলের পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনোটিতেই আমরা খেলার যোগ্যতা অর্জন করতে পারিনি। ডেভ যে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাকে আমরা ভিন্ন ভূমিকায় দেখতে মুখিয়ে আছি। যার মাধ্যমে আমরা ভাগ্য ফেরানোর চেষ্টা করছি মাঠের পারফরম্যান্সে।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭