ওয়ার্ল্ড ইনসাইড

প্রাগে বিশ্ববিদ্যালয় চত্তরে গুলিতে কমপক্ষে ১১ প্রাণহানি, বহু হতাহত


প্রকাশ: 21/12/2023


Thumbnail

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ শহরে আততায়ীর গুলিতে বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। হামলাকারী নিজেও মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিবিসি ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দি গার্ডিয়ান বলছে, অন্তত ১১ জন প্রাণ হারিয়েছে, এছাড়াও ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও আরও অনেকেই গুলিতে আহত হয়েছেন। 

পুলিশ জানিয়েছে, ঘটনায় বেশ কয়েক জন মারা গিয়েছেন। আহত বহু। প্রাগ শহরের ওই চত্বরেই রয়েছে চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন, স্থপতি, শিল্পকলা বিভাগ। চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে কেন চলল গুলি, তা এখনও বিশদ জানায়নি পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, হামলাকারীরও মৃত্যু হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, গুলি চালানোর পরেই ওই জান পালাখ স্কোয়্যারে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। গোটা এলাকা ঘিরে সিল করা হয়েছে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আশপাশের রাস্তা থেকেও মানুষজনকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয়দের আপাতত ঘর থেকে বার হতে বারণ করা হয়েছে। প্রাগের মেয়র বহুস্লাভ এসভোবোদা জানিয়েছেন, চার্লস বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ যে বহুতলে রয়েছে, সেটি খালি করতে বলা হয়েছে। প্রাগের উদ্ধারকারী পরিষেবার মুখপাত্র জানা পোস্তোভা জানিয়েছেন, অনেকে আহত হয়েছেন। তবে সেই নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বন্দুকবাজ একটি বহুতলের বারান্দায় বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। ছুড়ছেন গুলি। আতঙ্কে রাস্তায় ছুটোছুটি করছেন লোকজন। অনেকে আবার ভয়ে বহুতলের কার্নিশে গিয়ে আশ্রয় নিয়েছেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭