ইনসাইড পলিটিক্স

জামায়াতের টানা চারদিনের কর্মসূচি ঘোষণা


প্রকাশ: 22/12/2023


Thumbnail

আসন্ন নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে টানা চারদিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। ‘প্রহসনের নির্বাচন’ বর্জন, ভোটদান থেকে বিরত থাকা এবং ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ঐক্যবদ্ধভাবে গণআন্দোলন গড়ে তোলার লক্ষ্যেই এ সকল নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। ভোটবর্জনে আগামী ১ থেকে ২৩ ডিসেম্বর (বৃহস্পতি থেকে শনিবার) দেশব্যাপী গণসংযোগ এবং ২৪ ডিসেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা করেন।

দেশবাসীর উদ্দেশে ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘বিরোধীদল জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছে। বিরোধীদল ঘোষিত শান্তিপূর্ণ অবরোধ, হরতাল কর্মসূচি বানচাল করার জন্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ ও বিজিবি ব্যবহার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিরোধীদলের নেতাকর্মীরা চলাফেরা, বাড়িতে অবস্থান, এমনকি জানাজা ও মসজিদে নামাজ আদায় করতে পারছেন না। সরকারের প্রতিবন্ধকতা ও জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণ তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে প্রহসনের নির্বাচনের যে আয়োজন করেছে, জনগণ তা কোনো অবস্থাতেই মেনে নিবে না।’

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ এ পর্যন্ত দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ১৪ হাজার ৮৪৯ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান অধ্যাপক মুজিবুর রহমান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭