ইনসাইড গ্রাউন্ড

ম্যান সিটি না ফ্লুমিনেন্স, কে জিতবে প্রথম শিরোপা


প্রকাশ: 22/12/2023


Thumbnail

বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১২টায় ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি ও ব্রাজিলের ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপে এটিই প্রথম ফাইনাল সিটির। সেই সাথে প্রথম ফাইনাল ফ্লুমিনেন্সেরও।

এক দল ইউরোপের, আরেক দল লাতিন আমেরিকার। স্বভাবতই খেলার ধরনেও উত্তর মেরু-দক্ষিণ মেরু ফারাক দুই দলের।

মিসরের আল-আহলি ক্লাবই ফ্লুমিনেন্সকে প্রথম সেমিফাইনালে থামিয়ে দিতে পারত। কিন্তু সেটা হতে দেননি গোলরক্ষক ফ্যাবিও। প্রতিপক্ষের অনেক সুযোগ নষ্ট করে দিয়েছেন; আর দ্বিতীয়ার্ধের শেষ ভাগের দুই গোল ফ্লুমিনেন্সকে তুলে আনে ফাইনালে।

কোচ দিনিজের ওপর অটুট আস্থা মার্সেলোর। রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার, যদিও এখন আগলাচ্ছেন ফ্লুমিনেন্সের রক্ষণ, তিনি বলছেন, ‘প্রতিটি খেলোয়াড়ের সেরাটা তিনি বের করে আনতে সক্ষম। এখানে যতটা স্বাধীনতা নিয়ে খেলতে পারি, সেটা কোথাও পাইনি। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর ভেবেছিলাম আমার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ। কিন্তু দিনিজই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।’

নিজেদের নিয়ে দিনিজ আত্মবিশ্বাসী হলেও বাস্তবতা এই, ২০১২ সালের পর কোনো লাতিন ক্লাব ফিফা বিশ্বকাপ জিততে পারেনি। কিন্তু কেন? দিনিজের ভাষায়, ‘যারা ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা উরুগুয়েতে ভালো খেলছে, তাদের নিয়ে যাচ্ছে তারা (ইউরোপিয়ান ক্লাবগুলো), এমনকি কিশোরদেরও...নিয়ে যাচ্ছে ভালো কোচদেরও।’



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭