ওয়ার্ল্ড ইনসাইড

২০১৯ সালের পর এই প্রথম চীনকে বিমান সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র


প্রকাশ: 22/12/2023


Thumbnail

বোয়িং বৃহস্পতিবার বলেছে, তারা চীনের জুনেয়াও এয়ারলাইন্সকে ৭৮৭ ড্রিমলাইনার নামের একটি বিমান সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথমবারের মতো চীনের কোন এয়ারলাইনের কাছে যুক্তরাষ্ট্রের জায়ান্ট এই বিমান পরিবহন কোম্পানি বাণিজ্যিক বিমান সরবরাহ করলো। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কোম্পানিটি।

খবরে বলা হয়, বোয়িং কোম্পানি চীনকে একটি গুরুত্বপূর্ণ বিকাশমান বাজার হিসেবে মূল্যায়ন করলেও দুইটি বিমান দুর্ঘটনার পর তাদের ৭৩৭ ম্যাক্সের বিমান চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে বিমান সরসবরাহ মুখ থুবড়ে পড়ে।

সর্বশেষ ২০২১ সালে এক চীনা গ্রাহকের কাছে একটি লিজড ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ করেছিল বোয়িং। তবে ২০১৯ সালের নভেম্বর থেকে কোনও ৭৮৭ সরাসরি চীনা উড়োজাহাজ সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি।

বোয়িং কোম্পানির নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক উত্তেজনা এই বন্ধের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।

 সূত্র : এএফপি/বাসস



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭