ওয়ার্ল্ড ইনসাইড

দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন পুতিন ও মাদুরো


প্রকাশ: 22/12/2023


Thumbnail

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন। বৃহস্পতিবার এক ফোনালাপে দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।

কারাকাসে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই মেলিক-বাগদাসারভ এ কথা জানিয়েছেন। খবর তাস’র।

ফোনালাপকালে ‘পুতিন ও মাদুরো আন্তর্জাতিক অঙ্গনের দ্বিপাক্ষিক সমস্যা এবং সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, আমাদের কৌশলগত অংশীদারিত্বের জন্য কেবল শক্তি, বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে নয়, সংস্কৃতি এবং মানবিক ক্ষেত্রেও আরও সর্বাত্মক উন্নয়ন প্রয়োজন।’

রাশিয়ার রাষ্ট্রদূত আরো বলেন, ‘বর্তমানে এসব ক্ষেত্রে আমরা আমাদের বন্ধুরাষ্ট্র ভেনিজুয়েলার সাথে সহযোগিতার ক্ষেত্রে সক্রিয়ভাবে এগিয়ে চলছি।

: বাসস/তাস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭