ইনসাইড গ্রাউন্ড

কিউইদের মাটিতে প্রথম ও ঐতিহাসিক জয় বাংলাদেশের


প্রকাশ: 23/12/2023


Thumbnail

কিউইদের মাটিতে এ পর্যন্ত বাংলাদেশ তাদের বিপক্ষে খেলেছে ১৯টি ম্যাচ। অনেকগুলো ম্যাচে প্রতিদ্বন্দীতা গড়েও টাইগাররা শেষ পর্যন্ত জিততে পারেনি। এমনকি চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে বাংলাদেশ খারাপ করেনি। কিন্তু, শেষ পর্যন্ত কিউইরা তাদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ জিতে নিয়েছে। কিন্তু, নেপিয়ারে বাংলাদেশের সকালটা রাঙিয়ে দিয়েছে টাইগাররা। টাইগার বোলারদের আগুনে বোলিংয়ে ৯৮ রানেই নিভে গেছে কিউইদের ব্যাটিং। মাত্র ৩১.৪ ওভারেই গুটিয়ে যায় রাচিন, ল্যাথামরা।

৯ উইকেট ও ২০৯ বল হাতে রেখে পাওয়া জয়টি বল ও উইকেটের ব্যবধানে কিউইদের বিপক্ষে এটিই প্রথম ও সব থেকে বড় জয় বাংলাদেশের।

নিউজিল্যান্ডের মাটিতে তাদের প্রথমবার ওয়ানডেতে হারালো বাংলাদেশ। এর মধ্য দিয়ে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো নাজমুল হোসেনরা।

কিউইদের বিপক্ষে তাদের ঘরের মাঠে অনেক আকাঙ্খো নিয়ে খেলতে নেমে এবার কাঙ্ক্ষিত জয়ের দেখা পেল বাংলাদেশ। মুখোমুখি দেখায় নিউজিল্যান্ডকে সর্বনিম্ন ৯৮ রানে গুটিয়ে ১ উইকেট হারিয়ে জয় তুলে নিয়েছে লাল-সবুজের জার্সিরা।

ছোট রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ডান চোখে সমস্যা অনুভব করছিলেন সৌম্য সরকার। তার অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছিল, ঠিকঠাক দেখতে পাচ্ছিলেন না।

ফিজিওর প্রাথমিক চিকিৎসার পরেও সমস্যার সমাধান হয়নি। ১৬ বলে ৪ রান করে উঠেই (রিটায়ার্ড হার্ট) যান সৌম্য। তবে বড় জয় পেতে বেগ পেতে হয়নি বাংলাদেশকে।

ওপেনার এনামুল হক ৭ চারের সাহায্যে ৩৩ বলে ৩৭ রানে আউট হলেও ফিফটি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক এই জয়ের মধ্য দিয়ে চমৎকার অভিজ্ঞতা নিয়ে ২০২৩ সালের ওয়ানডে সংস্করণের ইতি টানলো বাংলাদেশ। যদিও সিরিজটি ১-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

সফরকারীরা জয়ের ভিত পেয়ে যায় বোলারদের হাত ধরে। আরো নির্দিষ্ট করলে বললে পেসারদের সৌজন্যে। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো প্রতিপক্ষের সবগুলো উইকেট নেন বাংলাদেশি পেসাররা। যেখানে ৭ ওভারে দুই মেডেনসহ ১৪ রান দিয়ে ৩ উইকেট তানজিম হাসানের। সৌম্য ৬ ওভারে ১ মেডেন দিয়ে ১৬ রানে নেন ৩ উইকেট। ৭ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। বাকি ১ উইকেট মুস্তাফিজুর রহমানের।

বাংলাদেশ-নিউজিল্যান্ড এ পর্যন্ত ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এরমধ্যে কিউইরা জিতেছে ৩৩ বার। বাংলাদেশ জিতেছে ১১বার। একটি ম্যাচ হয়েছে পরিত্যাক্ত। আর কিউইদের মাটিতে ১৯টি ম্যাচের মধ্যে এই প্রথমবারের মতো টাইগাররা কোনও ম্যাচ জিতলো। আর বাংলাদেশ নিজেদের মাটিতে কিউইদের বিপক্ষে জিতেছে ৮টি ম্যাচ।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭