ইনসাইড এডুকেশন

প্রাথমিকে ভর্তিতে ইউনিক আইডির তথ্য এন্ট্রির নির্দেশ


প্রকাশ: 23/12/2023


Thumbnail

সরকারি-বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তিতে ইউনিক আইডির তথ্য এন্ট্রি করতে নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

সেখানে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ‘প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প’-এর অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানে সব উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের তথ্য আগামী ১ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারির মধ্যে এন্ট্রি করে নতুন শিক্ষা বছরে ভর্তি/পুনঃ ভর্তি সম্পন্ন করার জন্য বলা হলো।

ওই আদেশে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক ও শিক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য এক জায়গায় রাখার উদ্দেশ্যেই ইউনিক আইডি তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে এ আইডিই জাতীয় পরিচয়পত্রে রূপান্তরিত হবে। মূলত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থী অর্থাৎ যাদের বয়স ১৮ বছরের নিচে, তাদের তথ্য সিস্টেমের আওতায় আনাই ইউনিক আইডির মুখ্য উদ্দেশ্য।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭