ওয়ার্ল্ড ইনসাইড

‘ব্যাট’ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না পিটিআই


প্রকাশ: 23/12/2023


Thumbnail

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল ‘ব্যাট’ প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এরই মধ্যে তাকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা দেওয়া হয়েছে এবং একই সঙ্গে পিটিআইয়ের অভ্যন্তরীণ নির্বাচনকে অবৈধ ঘোষণা করেছে কমিশন।

ইমরান খানের দল পিটিআইয়ের নির্বাচনী প্রতীক ব্যাট কেড়ে নেওয়ার ঘটনাটি দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। 

বলা হয়েছে, সম্প্রতি তেইরিক-ই-ইনসাফের আন্তঃদলীয় বা অভ্যন্তরীণ নির্বাচনে যথাযথ নিয়ম মানা হয়নি। তেইরিক-ইনাসাফের অভ্যন্তরীণ নির্বাচনের প্রক্রিয়া যাচাই করে ওই নির্বাচনকে বাতিলও করা হয়েছে। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির আইকনিক ব্যাট প্রতীক বাতিল করা হয়।

পিটিআই এই সিদ্ধান্তকে ‘বিখ্যাত লন্ডন প্ল্যান’ ও পিটিআইকে নির্বাচনে অংশগ্রহন থেকে আটকানোর একটি ঘৃণ্য ও লজ্জাজনক প্রচেষ্টা বলে অভিহিত করেছে ।

পিটিআই বলছে তারা ইসির এই রায়ের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হবে। তবে পিটিআইয়ের হাতে মাত্র একদিন সময় আছে। একদিন পর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে যাবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭