ওয়ার্ল্ড ইনসাইড

৮৮৬ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলে স্বাক্ষর করেছেন বাইডেন


প্রকাশ: 23/12/2023


Thumbnail

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ জাতীয় প্রতিরক্ষা বিল অনুমোদন আইনে স্বাক্ষর করেছেন। শুক্রবার আগামী অর্থ বছরের জন্য ৮৮৬.৩ বিলিয়ন ডলার পরিমাণের বিলটিতে স্বাক্ষর করেন তিনি। হোয়াইট হাউস এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। 

হোয়াইট হাউস শুক্রবার বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট বাইডেন এনডিএএ বিলে সই করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এ আইনটি মূলত প্রতিরক্ষা বিভাগ, জ্বালানি, জাতীয় নিরাপত্তা কর্মসূচি, পররাষ্ট্র বিভাগ এবং গোয়েন্দা সম্প্রদায়ের জন্য অর্থবছরের বরাদ্দ অনুমোদন দেয়।’

এটি ৩ হাজার ১০০ পৃষ্ঠার দীর্ঘ একটি বিল। বিলটি ১৪ ডিসেম্বর কংগ্রেস এবং ১৩ ডিসেম্বর সিনেট সবুজ সঙ্কেত দিয়েছিল। এই বিলের মধ্যে ইউক্রেনের জন্য ৮০ কোটি ডলারের সাহায্যও রয়েছে। তবে বাইডেন এর থেকে বেশি অর্থাৎ ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছিলেন।  

এ বিলে স্বাক্ষরের পর বাইডেন বলেন, আমি এনডিএএ’র কঠিন বিষয়গুলোকে সমর্থন দিতে পেরে খুবই খুশি। আমি লক্ষ্য করেছি, আইনের কিছু বিধান উদ্বেগ বাড়িয়ে দেয়।

বিলটিতে অস্ত্র কেনার জন্য ১৬৮ বিলিয়ন ডলার, গবেষণার জন্য ১৪৫ বিলিয়ন ডলার ও পরমাণু বোমার পেছনে বরাদ্দ রাখা হয়েছে ৩২ বিলিয়ন ডলার। এছাড়া সামরিক বাহিনীর সদস্যদের বেতন ৫.২ শতাংশ বাড়ানো হয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭