ওয়ার্ল্ড ইনসাইড

এবার ইসরায়েলের গ্যাসক্ষেত্রে হামলা ইরাকি প্রতিরোধ বাহিনীর


প্রকাশ: 23/12/2023


Thumbnail

ইসরায়েলের গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। কয়েকদিন আগে ভূমধ্যসাগরে অবস্থিত দখলদার ইসরায়েলের কারিশ গ্যাস রিগে হামলা চালানো হয়। 

একটি সূত্র আল-জাজিরাকে শুক্রবার জানিয়েছে, যে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে সেটি সরাসরি গ্যাস রিগে আঘাত হানে।

ইরাকের প্রতিরোধকামী সংগঠনটি এক বিবৃতিতে জানায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও ভয়াবহ গণহত্যা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইসরায়েলি গ্যাস রিগে হামলা চালানো হয়েছে।

সংগঠনটি আরও বলেছে, তারা উপযুক্ত অস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে, তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেনি। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে হামলা চালাচ্ছে সংগঠনটি। এছাড়া ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। বেশ কয়েকটি মার্কিনবিরোধী সংগঠনের জোট মিলে ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন গড়ে তুলেছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭