ইনসাইড বাংলাদেশ

নির্বাচনী প্রচারণায় হিরো আলমের ওপর হামলা


প্রকাশ: 23/12/2023


Thumbnail

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নৌকার সমর্থকদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হিরো আলম নিজেই এ অভিযোগ করেছেন।

হিরো আলম বলেন, মুরাদপুর বাজারে নির্বাচনী প্রচারণা চালাতে কর্মী-সমর্থকদের নিয়ে যাই। কিন্তু প্রচারণার কাজ শুরু করার আগেই নৌকার কয়েকজন সমর্থকরা এসে বাধা দেন। তারা পাঁচ জন এসেছিল। এসেই বলে মাইক বন্ধ করতে হবে। এখানে নৌকা ছাড়া অন্য কারও প্রচারণা চলবে না। তখন আমার ফোন থেকে ভিডিও নেওয়া হচ্ছে দেখে সেটি কেড়ে নেওয়া হয়। আমাদের সা‌থে হাতাহা‌তি হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, খবর পেয়ে ফোর্স নিয়ে সরেজমিনে গিয়েছিলাম। কিন্তু‌ হিরো আলম যা বলেছেন তার কোনো সত‌্যতা পাওয়া যায়‌নি। তারপরও আমরা বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখছি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭