ইনসাইড পলিটিক্স

বরিশালে স্বতন্ত্র নয়, এগিয়ে নৌকার প্রার্থীরাই (ভিডিও)


প্রকাশ: 24/12/2023


Thumbnail

আসন্ন নির্বাচনে নিয়ে তৎপর হয়ে উঠেছেন বরিশালের বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মীরা। বরিশালের সর্বমোট ৬টি আসনে স্বতন্ত্র ঝড় উঠলেও নৌকার প্রার্থীরা এখনও শক্ত অবস্থানেই রয়েছেন।

বরিশাল ১ আসনে এবারও আলোচনায় আবুল হাসনাত আব্দুল্লাহ সেরনিয়াবাত। এই আসনের গৌড়নদী আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় প্রতিদিনই এখন গণসংযোগ করছেন স্থানীয় নেতা-কর্মীরা। পুরো এলাকাই ছেয়ে গেছে নৌকা প্রার্থীর ব্যানার-পোস্টারে।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের শরিক ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি ইতোমধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে প্রচার-প্রচারণা চালিয়েছেন। ওই আসনে আওয়ামী লীগের নেতাকর্মীর ওপরই শতভাগ ভরসা করতে হচ্ছে ওয়াকার্স পার্টির এই নেতাকে। অথচ উপজেলা আওয়ামী লীগ ও তৃণমূল ওই আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামের ঢেঁকি প্রতীক নিয়ে ভোটের মাঠে সরব। তাছাড়া আরেক আওয়ামী লীগ নেতা শের-ই-বাংলার নাতি এ.কে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে ভোটের মাঠে। তাকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন নৌকার মনোনয়ন না পাওয়া বর্তমান সংসদ সদস্য শাহে আলম।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে নৌকার প্রার্থী না দিলেও এই আসনে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে গোলাম কিবরিয়া টিপু, ওয়ার্কার্স পার্টির হাতুড়ি প্রতীকে টিপু সুলতান ও স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে সাবেক যুবমৈত্রী নেতা আতিকুর রহমানের মধ্যে ভোটের লড়াই হতে পারে। অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে আজমুল হাসান জিহাদ, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীক নিয়ে শাহানাজ হোসেন নতুন প্রার্থী হওয়ায় ভোটের মূল লড়াইয়ে যেতে পারবেন না বলে ধারণা ভোটারদের।

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত বহাল থাকায় এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ।

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনে নৌকা প্রতীকে লড়াই করছেন আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন একজোট হয়ে জাহিদ ফারুককের সমর্থনেই কাজ করে যাচ্ছেন। তবে, বরিশাল-৫ (সদর) আসনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তের কারণে এখনো ঝুলে আছে তার ভাগ্য। স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন সমর্থনে এগিয়েছেন অনেক। রিপনও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুল হাফিজ মল্লিক। সাবেক এই সেনা কর্মকর্তার প্রধান প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নু। এই আসনেই জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য নাসরিন জাহান রতনা। আরও সাতজন প্রার্থী রয়েছেন এই আসনে। তবে নৌকাকে সবচেয়ে বেশি ভোগাবে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম। তার সাথে প্রকাশ্যে-অপ্রকাশ্যে স্থানীয় আওয়ামী লীগ কাজ করছে। ফলে  নৌকার প্রার্থী অনেকটা একলা চলো নীতিতে নির্বাচনের বৈতরণী পার হচ্ছেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট লস্কর বাংলা ইনসাইডারকে বলেন, আমাদের বরিশালে স্বতন্ত্র অনেক প্রার্থী নির্বাচনে আসলেও নৌকার প্রার্থীদের ব্যাপারেই সবার আগ্রহ বেশি। বরিশাল অঞ্চলে বাংলাদেশ আওয়ামী লীগের কাছে নির্বাচন বরাবরই একটা উৎসব। সে হিসেবে, আশা করা যায় নির্বাচনের দিন উল্লেখজনক ভোটার ভোটকেন্দ্রে আসবে।  

গৌরনদী নিবাসী বেলাল নামের একজন ভোটার বাংলা ইনসাইডারকে বলেন, এবারের নির্বাচন নিয়ে প্রার্থী আর কর্মী ছাড়া সাধারণ মানুষের তেমন কোনো আগ্রহ নাই। মিছিলেও তেমন ভিড় দেখতে পাই না। তবে হই-হুল্লোড় কম হওয়াতে সাধারণ মানুষ একটু শান্তিতে আছে।

উল্লেখ্য, যেসব আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছে নৌকা সেই আসনগুলোতে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী। এমনকি আওয়ামী লীগের শরিকরাও পড়েছেন স্বতন্ত্রের দুশ্চিন্তায়। বেশ কয়েকটি আসনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। ফলে নৌকার সাথে আওয়ামী লীগের স্বতন্ত্রেরই মূল লড়াই হবে এখানে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭