ইনসাইড পলিটিক্স

খালেদা জিয়ার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা, চক্রান্তের অভিযোগ রিজভীর


প্রকাশ: 24/12/2023


Thumbnail

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে অজ্ঞাতনামা এক যুবকের প্রবেশের চেষ্টা কোনো চক্রান্ত কি না, সে প্রশ্ন তুলেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

রোববার (২৪ ডিসেম্বর) পাঠানো এক বিবৃতিতে এই প্রশ্ন তোলেন বিএনপির এই সিনিয়র নেতা।

বিবৃতিতে রিজভী বলেন, গতকাল শনিবার সন্ধ্যার কিছু আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার কেবিনে অপরিচিত ও সন্দেহভাজন যুবকের প্রবেশের চেষ্টা গভীর উদ্বেগজনক। হাসপাতালের মতো নিরাপদ জায়গায় থাকলেও তার (খালেদা জিয়া) নিরাপত্তা কেন এত দুর্বল রাখা হয়েছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন এই নেতা।

রিজভী আরও বলেন, অজ্ঞাতনামা যুবকের কেবিনে প্রবেশের চেষ্টা রহস্যজনক এবং জনমনে গভীর সংশয় সৃষ্টি করেছে। এটা কোনো গভীর চক্রান্তের অংশ কি না, সেটি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। খালেদা জিয়ার নিরাপত্তা আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। তবে তাকে এখনো চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হচ্ছে।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭