ওয়ার্ল্ড ইনসাইড

নির্বাচনের আগে তাইওয়ানে কাছে চীনের যুদ্ধজাহাজ ও বিমানের মহড়া


প্রকাশ: 24/12/2023


Thumbnail

আগামী জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনের ভোট। ভোট যত এগিয়ে আসছে তাইওয়ান ঘিরে সামরিক তৎপরতা তত জোরদার করে চলেছে চীন। তাইপের নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীতে চীনা সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। 

নির্বাচনের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান। তাইওয়ান জানিয়েছে, দ্বীপের চারপাশে তারা চীনের যুদ্ধ জাহাজ ও যুদ্ধবিমান শনাক্ত করেছেন।

শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক পোস্টে জানায়, দুপুর দেড়টার পর থেকে তারা তাইওয়ানের উত্তর, মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশসীমায় চলাচলকারী জে-১০, জে-১১ ও জে-১৬ যুদ্ধবিমানের পাশাপাশি চীনা বিমানগুলোকে শনাক্ত করে।

১০টি বিমান তাইওয়ান প্রণালী বা নিকটবর্তী এলাকা অতিক্রম করে। এগুলো চীনা যুদ্ধজাহাজের সঙ্গে ‘যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল’ চালানোর জন্য কাজ করছে। এই মধ্যরেখা এতদিন দুপক্ষের অনানুষ্ঠানিক সীমান্ত হিসেবে কাজ করত। তবে এখন চীনা যুদ্ধবিমান নিয়মিত এই রেখা অতিক্রম করছে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭