ওয়ার্ল্ড ইনসাইড

বড়দিনের নৈশভোজের পর ৭ শতাধিক কর্মী অসুস্থ


প্রকাশ: 24/12/2023


Thumbnail

বড়দিন উপলক্ষে নিজ প্রতিষ্ঠানের কর্মীদের জন্য নৈশভোজের আয়োজন করেছিল কোম্পানির কর্তৃপক্ষ। কিন্তু ঐ নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়েন প্রতিষ্ঠানের ৭ শতাধিক কর্মী। 

এমন বিপত্তি ঘটেছে ফ্রান্সের এরোস্পেস কোম্পানি এয়ারবাস আটলান্টিকের একটি আয়োজনে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

বিবিসি প্রতিবেদনে বলেছে, বড়দিন উপলক্ষ্যে ফ্রান্সের এরোস্পেস কোম্পানি এয়ারবাস আটলান্টিকের একটি নৈশভোজে অংশগ্রহনের পর কর্মীরা অসুস্থ হয়ে পড়ে। এ সময় কর্মীরা বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। খাবারের মেনুতে কী ছিল তা স্পষ্ট জানা যায়নি। কী কারণে ওই নৈশভোজের পর এমনটা হলো তা এখনও নিশ্চিত নয়। 

এদিকে এ বিষয়ে জানতে চাওয়া হলে সংস্থাটির পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এ ঘটনায় উৎসবের আমেজ কর্মীদের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

এয়ারবাস প্রতিষ্ঠানটি বিমান, হেলিকপটার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা শিল্পের পণ্য ও পরিষেবা দিয়ে থাকে। এয়ারবাস আটলান্টিকও বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী এয়ারবাসের ১ লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭