ওয়ার্ল্ড ইনসাইড

ইন্দোনেশিয়ায় নিকেল কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩


প্রকাশ: 24/12/2023


Thumbnail

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিকেল প্রক্রিয়াজাত করার একটি কারখানায় বিস্ফোরণে ১৩ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছেন। রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে মোরোওয়ালি শিল্পাঞ্চলের একটি কারখানার চুল্লি মেরামতের সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে ৭ জন ইন্দোনেশীয় ও বাকি ৫ জন বিদেশি নাগরিক। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বিস্ফোরণে ৫ চীনা নাগরিক নিহত হয়েছেন।

কারখানার মুখপাত্র ডেডি কুর্নিয়াওয়ান বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, কারখানাটিতে চুল্লি মেরামতের কাজ চলছিল। এসময় একটি তরল দাহ্য পদার্থে আগুন ধরে গিয়ে বিস্ফোরণ হয়। পরে আগুন পাশে থাকা অক্সিজেন ট্যাঙ্কগুলোতে ছড়িয়ে  যাওয়ায় সেগুলোও বিস্ফোরিত হয়। আগুন বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান তিনি।

খনিজ সমৃদ্ধ দেশ ইন্দোনেশিয়ায় সালাউইসি দ্বীপটি নিকেল উৎপাদনের জন্য বিখ্যাত। বৈদ্যুতিক যানে ব্যবহৃত ব্যাটারি তৈরির মূল উপাদানগুলোর একটি নিকেল। স্টেইলেস স্টিল তৈরিতেও নিকেল গুরুত্বপূর্ণ উপাদান। এই খাতে বেইজিংয়ের ক্রমবর্ধমান বিনিয়োগ বাড়াচ্ছে। ফলে কারখানাগুলোর কাজের পরিবেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭