ইনসাইড গ্রাউন্ড

ম্যানচেস্টারের ছেলে ২৫ শতাংশ মালিকানা কিনে নিলেন ক্লাবটির


প্রকাশ: 25/12/2023


Thumbnail

সুখবরটি ম্যানচেস্টার ইউনাইটেড পেল ক্রিসমাসের আগের দিন। ম্যানচেস্টার ইউনাইটেডের ২৫ শতাংশ মালিকানা কিনে নিলেন স্যার জিম রেটক্লিফ। এখন থেকে ম্যানইউ-এর অন্যতম মালিক তিনি।

২ মাস আগে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বত্ব কেনার ব্যাপারে সম্মত হয়েছিলেন তিনি। এবার মালিকানা হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা এলো। রেটক্লিফ জানিয়েছেন, মালিকানার এই স্বত্ব থাকবে আইএনইওএস গ্রুপের অধীনে।

প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহী ও শীর্ষ পর্যায়ের ক্লাবটির আংশিক মালিকানা পেতে স্যার রেটক্লিফকে খরচ করতে হয়েছে ১.২৫ বিলিয়ন পাউন্ড। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার ৭শ’ কোটি টাকা।

ক্লাবটির মালিকানা পেয়ে রেটক্লিফ এক বিবৃতিতে জানিয়েছেন, তিনি ম্যানচেস্টারের ছেলে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের আজীবন ভক্ত। ক্লাবটির ব্যবস্থাপনা ও পরিচালনার অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত। দায়িত্ব নিয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে, ফুটবল বিশেষজ্ঞদের ক্লাবে সম্পৃক্ত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, নতুন মালিকানা পাওয়ায় রেটক্লিফ ক্লাবের ফান্ডে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড দেবেন। এর মধ্যে ২৩৭ মিলিয়ন পাউন্ড ওল্ড ট্রাফোর্ডের অবকাঠামো বিনির্মান ও সুসজ্জার জন্য খরচ করা হবে। বাকি ১৫৮ মিলিয়ন পাউন্ড খরচ হবে চলতি মৌসুমে ও আগামী মৌসুমের ট্রান্সফার মার্কেটে।

২০০৫ সালে ৭৯ কোটি পাউন্ডে (১০ হাজার ৯৮৮ কোটি টাকায়) ইউনাইটেডের মালিকানা কিনে নেয় যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবার। গত বছরের নভেম্বরে এই পরিবার প্রথমবার মালিকানা বিক্রির কথা জানিয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭