কালার ইনসাইড

ঢাকায় কনসার্টে আসছেন চার্লি পুথ


প্রকাশ: 25/12/2023


Thumbnail

নতুন বছরকে সামনে রেখে আমেরিকান গায়ক চার্লি পুথ মঞ্চে আগুন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।'মনোযোগ' খ্যাত এই  গায়ক ফেব্রুয়ারিতে বাংলাদেশে পারফর্ম করার কথা রয়েছে যা সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট হওয়ার প্রতিশ্রুতি দেয়।

আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি সিলভারলাইন ইভেন্টস-এর ফেসবুক পেইজে। সেখানে লেখা হয়, আপনার পায়ে পায়ে ভাসতে প্রস্তুত হোন। উত্তেজনা তৈরি হচ্ছে যখন আমরা গর্বের সাথে বছরের সবচেয়ে বড় কনসার্ট ঘোষণা করছি- চার্লি পুথ,২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় লাইভ হবে। আপনার ক্যালেন্ডারগুলি চিহ্নিত করুন এবং একটি অবিস্মরণীয় রাতের জন্য নিজেকে প্রস্তুত করুন'।

সিলভার লাইন ইভেন্টস-এর ইভেন্ট কো অর্ডিনেটর রাফাত খান বলেন, গত ৬ মাস ধরেই আমরা চার্লি পুথের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। যেহেতু সম্প্রতি তার একটি ট্যুর শেষ হয়েছে, তাই আগামী বছরের ফেব্রুয়ারি মাসের একটি তারিখে তিনি ঢাকায় কনসার্টের জন্য প্রাথমিকভাবে সম্মতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চার্লি পুথ আমাদেরকে ফেব্রুয়ারি মাসের একটি তারিখ দিয়েছেন। সেই তারিখটা আমরা এখনই ঘোষণা করতে চাচ্ছি না। তার দেওয়া শিডিউল অনুযায়ীই আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। কনসার্টটি আয়োজনের জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হল আমাদের পছন্দের তালিকায় রেখেছি।’

সিলভার লাইন ইভেন্টস-এর মার্কেটিং বিভাগের তামজিদ আলম বলেন, ‘চার্লি পুথ বাদেও এই কনসার্টে আমরা দেশের আরও দুইজন সংগীতশিল্পীকে রাখতে চাচ্ছি। তাদের সঙ্গে কথাবার্তা চলছে। আশা করছি খুব শিগগিরই প্রেস কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত সকল তথ্য সবাইকে জানিয়ে দিতে পারব।’

উল্লেখ্য, মার্কিন গায়ক চার্লি পুথ একজন গীতিকার ও রেকর্ড প্রযোজক। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত তার ‘সি ইউ এগেইন’ গান বিশ্বজুড়ে পরিচিত। গানটিতে তার সহশিল্পী ছিলেন মার্কিন র্যাপার উইজ খলিফা। এই গানটির জন্য তিনি একাধিক পুরস্কার জিতেছিলেন। 

এছাড়াও ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘অয়ান কল এওয়ে’ এবং ‘উই ডোন্ট টক এনিমোর’ ছিল বিলবোর্ড হট ১০০ এর তালিকায় যথাক্রমে ১২ ও ৯ নম্বর স্থানে। এই দুটি গানও বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭