ওয়ার্ল্ড ইনসাইড

জাতিসংঘ সাধারণ পরিষদে নিয়মিত বাজেট পাস


প্রকাশ: 25/12/2023


Thumbnail

জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৪ সালের জন্য জাতিসংঘের নিয়মিত বাজেট অনুমোদন করেছে। রোববার জাতিসংঘ এই সংবাদ জানিয়েছে।

সাধারণ পরিষদে অনুমোদিত বাজেটের পরিমান মোট প্রায় ৩.৫৯ বিলিয়ন মার্কিন ডলার। এটি আগের বছরের বাজেটের তুলনায় সামান্য বেশি। ২০২৩ সালে জাতিসংঘের নিয়মিত বাজেট প্রায় ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

জাতিসংঘের নিয়মিত বাজেট রাজনৈতিক বিষয়, আন্তর্জাতিক ন্যায়বিচার ও আইন, উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা, মানবাধিকার এবং মানবিক বিষয় এবং জনসাধারণের তথ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় মেটাতে ব্যবহৃত হয়। নিয়মিত বাজেটের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা বাজেটও তৈরি করে।

শান্তিরক্ষা বাজেট প্রতিবছর ১ জুলাই থেকে শুরু হয়, তাই শান্তিরক্ষা বাজেট গ্রীষ্মে পাস করা হয়। নিয়মিত বাজেট ক্যালেন্ডার বছরকে কভার করে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭