ইনসাইড ইকোনমি

বাড়ছে সুদ, ব্যাংকে ফিরতে শুরু করেছে নগদ টাকা


প্রকাশ: 26/12/2023


Thumbnail

তারল্য সংকট দূর করতে অনেক ব্যাংক তুলনামূলক বেশি সুদে আমানত নিচ্ছে। কোনও কোনও ব্যাংক ১৩ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত সুদে আমানত নিচ্ছে। এর ফলে মানুষের হাতে থাকা নগদ টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে। 

তথ্যসূত্র বলছে, বেসরকারি পদ্মা ব্যাংক এখন মেয়াদি আমানত নিচ্ছে ১০ শতাংশ পর্যন্ত সুদে। ন্যাশনাল ব্যাংক বিশেষ সঞ্চয় স্কিমে সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ তথা ১৩ দশমিক ৪০ শতাংশ সুদ দিচ্ছে। শরিয়াহভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক তিন বছরমেয়াদি আমানতে রাখলে দিচ্ছে সাড়ে ৯ শতাংশ মুনাফা। সংকটে থাকা কোনও কোনও ব্যাংক ঘোষণার চেয়ে বেশি সুদ দিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত অক্টোবর শেষে ব্যাংক খাতের মোট আমানত ছিল ১৬ লাখ ৩৬ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা ৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত মে মাসে ব্যাংকগুলোতে আমানত ছিল ১৫ লাখ ৬৪ হাজার ৭৯ কোটি টাকা, যা জুন মাসে বেড়ে হয় ১৫ লাখ ৯৫ হাজার ২৫৪ কোটি টাকা। জুলাই মাসে ব্যাংকে আমানত আরও বেড়ে দাঁড়ায় ১৬ লাখ ৭ হাজার ৮৯৫ কোটি টাকা, যা  আগস্টে বেড়ে হয় ১৬ লাখ ১৮ হাজার ৫০৮ কোটি টাকায়, পরের মাস সেপ্টেম্বরে আমানতের পরিমাণ ১৬ লাখ ২৩ হাজার ৭৪০ কোটি টাকায় ও অক্টোবরে ১৬ লাখ ৩৬ হাজার  কোটি টাকায় ওঠে।

ব্যাংকাররা জানান, সচেতন মানুষ আমানত রাখার ক্ষেত্রে সুদহার বেশির চেয়ে যথাসময়ে আমানত ফেরত পাওয়ার নিশ্চয়তার বিষয়টি বেশি বিবেচনায় নেয়। এজন্য সংকটে থাকা ব্যাংকগুলো উচ্চ সুদ অফার করলেও অনেক সময় কাঙ্ক্ষিত আমানত পায় না।

বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন গণমাধ্যমকে বলেন, এখন আমানতের সুদ হার বেড়ে যাওয়ায় অনেকেই ব্যাংকে নতুন করে টাকা রাখছেন। সংকটে পড়া ব্যাংক অনেক সময় ঋণের সর্বোচ্চ সীমার বেশি সুদে আমানত নেয়। অবশ্য সুদ বেশি সত্বেও এই ব্যাংকগুলোতে অনেকেই আমানত রাখতে চান না। কারণ সংকটে পড়া ব্যাংক আরও সংকট পড়লে আমানত ঝুঁকির মুখে পড়তে পারে এই ভয়ে। আর সর্বোচ্চ সুদে আমানত নিয়ে হয়তো ব্যাংকটি স্বল্প মেয়াদে টিকে থাকতে পারে। তবে পরিস্থিতির উন্নতি করতে না পারলে দীর্ঘ মেয়াদে ক্ষতির মুখে পড়ে।

হঠাৎ সুদহার বেড়ে যাওয়া সম্পর্কে ব্যাংকাররা বলছেন, বেশ কিছু ব্যাংক বর্তমানে তারল্য-সংকটে ভুগছে। এ কারণে সংকটে থাকা ব্যাংকগুলোকে দৈনন্দিন চাহিদা মেটাতে অন্য ব্যাংক থেকে কল মানি ধার নিতে হয়েছে। তাতে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় সুদহার বেড়েছে। এছাড়া এখন বছরের শেষ। তাই ব্যাংকগুলোকে তাদের স্থিতিপত্রের হিসাব-নিকাশ চূড়ান্ত করতে হবে। তাতে সব ব্যাংকেরই টাকার চাহিদা তৈরি হয়েছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭