ওয়ার্ল্ড ইনসাইড

অস্ট্রেলিয়ায় বজ্রঝড়ে বিদ্যুতহীন ১ লাখ ঘরবাড়ি, ২ জনের মৃত্যু


প্রকাশ: 26/12/2023


Thumbnail

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বড়দিনের রাতে ব্যাপক বজ্রঝড় ও বৃষ্টিপাত হয়েছে। এ ঝড়ে অন্তত ২ জন নিহত হয়েছেন। এছাড়া ১ লাখের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার রাজ্যের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। 

ভিক্টোরিয়া পুলিশ নিশ্চিত করেছে, মঙ্গলবার সকালে একটি গাছের ডাল পড়ে একজনের ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া সোমবার রাতে  ঝড়ে একটি গাছ ভেঙ্গে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। 

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে বজ্রবৃষ্টি এবং শক্তিশালী ঝড়ের আঘাতে ১১০,০০০ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিদ্যুৎ কোম্পানি এনাজেক্স জানিয়েছে, ‘কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন এবং গোল্ড কোস্ট অঞ্চলে শক্তিশালী ঝড়ের আঘাতে বহু মানুষ বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে। বিদ্যুৎ ব্যবস্থা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যে, তা দ্রুত পুন:স্থাপন করা যাবে এমন কথা সহজেই বলা যাচ্ছে না। সেখানে শক্তিশালী ঝড়ের আঘাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।’ 

খবরে বলা হয়, ‘সময় গড়ানোর সাথে সাথে ক্ষয়ক্ষতির খবর আরও বাড়ছে।’

কুইন্সল্যান্ডের অ্যাম্বুলেস সার্ভিস জানিয়েছে, গোল্ড কোস্টের একটি রাস্তায় গাছ উপড়ে পড়ায় ৫৯ বছর বয়সী এক মহিলা মারাত্বকভাবে আহত হন এবং পরে তিনি মারা যান।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭