ওয়ার্ল্ড ইনসাইড

ক্রিমিয়ায় রুশ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের, স্বীকার করল রাশিয়া


প্রকাশ: 26/12/2023


Thumbnail

ক্রিমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার একটি জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। ওই জাহাজে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য রুশ বাহিনীর  ড্রোন নিয়ে যাওয়া হচ্ছিল বলে সন্দেহ তাদের। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

বিমানবাহিনীর কমান্ডেন্ট মিকোলা ওলেচচক ফিওদেসিয়ায় রাশিয়ার নৌঘাঁটিতে বিস্ফোরণের ভিডিও পোস্ট করেছেন। ক্রিমিয়ার রুশ নৌবাহিনীর প্রধান ঘাঁটি হলো ফিওদেসিয়া। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, স্থানীয় সময় ২৬ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এই হামলা চালানো হয়। ফিওদেসিয়া এলাকায় রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের জাহাজটিতে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। জাহাজে থাকা ড্রোন ইরান থেকে এসেছিল বলে সন্দেহ ইউক্রেনের।

এদিকে, ইউক্রেনের হামলায় যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্বীকার করেছে রাশিয়া। সোমবার রাতে ফিওদোসিয়া বন্দরে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাইডেড ক্ষেপণাস্ত্র বহনকারী বড় জাহাজ নভোচারকাস্ক ইউক্রেনের বিমানের আঘাতে বিধ্বস্ত হয়।

ক্রিমিয়ার রুশ প্রধান সের্গেই আকসিয়োনভ জানিয়েছেন, ক্রিমিয়ার জাহাজে হামলায় ১ জন নিহত হয়েছেন। তিনি বলেন, ৬ টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অল্প সংখ্যক লোককে অস্থায়ী আবাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। হামলার ফলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনার পর এলাকাটি ঘিরে ফেলা হয়। বর্তমানে বন্দরের পরিবহন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭