ওয়ার্ল্ড ইনসাইড

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিকট শব্দে বিস্ফোরণ


প্রকাশ: 26/12/2023


Thumbnail

ভারতের রাজধানী নয়াদিল্লির চঙ্কাপুরি এলাকায় অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি বিকট ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে দূতাবাসের কোনও কর্মী আহত হননি।  ইসরায়েলি কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ভারত সরকারকে সহযোগিতা করছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় ইসরায়েলি দূতাবাসের পাশে বিস্ফোরণের খবর আসে। এ ঘটনার পর তারা একটি ফোন কল পেয়েছে। উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কী ঘটেছিল তদন্ত করা হচ্ছে। তবে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। 

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গার্গ বিস্ফোরণের তথ্য জানিয়ে বলেছেন, কেন বিস্ফোরণটি ঘটেছে সেটির কোনো কিছুই তারা খুঁজে পাননি।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭