কোর্ট ইনসাইড

আদালত বর্জনের ঘোষণা বিএনপিপন্থি আইনজীবীদের


প্রকাশ: 27/12/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে একতরফা অভিযোগ করে প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে বার ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ঘোষণা অনুযায়ী, আগামী ১ থেকে ৭ জানুয়ারি দেশের সব আদালত বর্জন করবেন বিএনপিপন্থি আইনজীবীরা।
 
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ভোট বর্জন করেছে বড় বিরোধী দল বিএনপি।
 
আজ বুধবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে বর্তমান সরকারের অধীন ‘একতরফা নির্বাচন’ ও ক্ষমতাসীনদের নির্বাচনী ইশতেহার জনগণ প্রত্যাখ্যান করেছে বলে দাবি বিএনপির।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭