কালার ইনসাইড

দেশের শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত ঘটনা


প্রকাশ: 28/12/2023


Thumbnail

দেখতে দেখতে শেষ হয়ে গেলো আরও একটি বছর। অন্যান্য বছরগুলোর মতোই ২০২৩ সাল ছিল নানান কারণে আলোচনায় এবং সমালোচনায়। মহাকালের পরিক্রমায় পুরোনো বছর গিয়ে নতুন বছর আসে। বিশাল এই রঙিন জগতে কারো হয় উত্থান, আবার আকাশসমান তারকাখ্যাতি থেকে হয় কারো পতন। হাজারও আলোচনা, সমালোচনা, বিতর্ক, রেকর্ড ভাঙা গড়ার ক্ষেত্রে শোবিজ জগতে এই বছরটাও ছিল অন্যতম এক ল্যান্ডমার্ক। প্রতিবারের মতো এ বছরও বহু ঘটনার জন্ম দিয়েছে বিনোদন অঙ্গন। বিদায়ী বছরে শোবিজ জগত হারিয়েছে দেশ-বিদেশের অনেক নামিদামি কৃতী ব্যক্তিকে আবার অর্জনও করেছে আকাশচুম্বী। নতুন বছরের প্রাক্কালে ফিরে দেখা যাক ২০২৩ সালের দেশ-বিদেশের শোবিজ অঙ্গনের তারকাদের আলোচিত ঘটনাগুলো।

শাকিব খান: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধে করছেন ‘রাজকুমার’ সিনেমা। চলছে দর্শকের মুখে শাকিবের জয়গান।

অপু বিশ্বাস ও বুবলী: ঢালিউডের সুপার স্টার  শাকিব খানকে কেন্দ্র করে এ দুই নায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমে ঝগড়া যেন লেগেই থাকে। বছরের বিভিন্ন সময় তারা একে অপরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন, সমালোচনা করেছেন। এসব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ছিল তুঙ্গে।

পরীমণি-রাজ:  ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ২০২২ সালের ১০ আগস্ট পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য আসে তাদের সংসারে। কিন্তু মনের অমিল, বনিবনা না হওয়া, খোঁজখবর না নেয়া ও মানসিক অশান্তির কথা জানিয়েছি গত ১৮ সেপ্টেম্বর অভিনেতা রাজকে ডিভোর্স লেটার পাঠান নায়িকা পরীমণি।

জায়েদ খান: আমেরিকায় একটি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে গিয়ে ডিগবাজি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন জায়েদ খান। সে থেকে নেটিজেনরা 'ডিগবাজি জায়েদ খান’ নামে উপাদি দিয়েছেন। এছারাও নারীরা আটকায় জায়েদ খানে, জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছি আমি’ এমন সব কথা বলে বেশ কিছু মিডিয়াতে শিরোনাম হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পরেন তিনি।

তানজিন তিশা: একজন অভিনেতার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনা-সমালোচনা হলে সেটাকে উপেক্ষ্যা করে সাংবাদিককে ‘উড়িয়ে দেবেন’—তিশার এমন মন্তব্য পাওয়ার পর বিনোদন জগতের শিররোনাম হন তানজিন তিশা। 

ফেরদৌস আহমেদ: দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন পেয়ে লড়ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানে ফেরদৌসের মনোনয়নের বিষয়টি রসিকতার ছলে তোলেন পূর্ণিমা তার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। নেটিজেনদের মাঝে শুরু হয় পূর্ণিমার কারণে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস।

তাপস-অপু:  গানবাংলা টেলিভিশনের চেয়ারপার্সন এর সাথে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি সম্পাদিত ভার্সন প্রকাশের পর গণমাধ্যমে ও অনলাইনে নানা ধরণের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। চিত্রনায়িকা অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভিডিও প্রকাশ করেন। পরে তাপসের অভিযোগে  ১৯ ডিসেম্বর ডিবি কার্যালয়ে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।

অভিনেতা ফারুক: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চলতি বছরের ১৫ মে না ফেরার দেশে চলে যান। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে।

হুমায়রা হিমু: ২ নভেম্বর বিকেলে হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করে বেশ ছোট পর্দার জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী। তার মৃত্যুর আত্মহত্যা নাকি খুন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে প্রশ্ন।

মাহিয়া মাহি: গেলো ১৭ মার্চ পুলিশ বাদী হয়ে মামলা করায় ১৮ মার্চ গ্রেফতার হন মাহিয়া মাহি। এতেই সমালোচনার তুঙ্গে থাকেন তিনি। পরে ফেসবুক লাইভ এসে নিজের মামলার সম্পর্কে প্রকাশ করেন। হওয়া কে কেন্দ্র করে সমালোকদের ফেসবুক লাইভ নিজের বক্তব্য প্রকাশ করেন। দ্বাদশ সংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে সরকার দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন চিত্র নায়িকা মাহিয়া মাহি। ক্ষমতাসীন দলের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ‘চৌধুরীকে ৭ তারিখ কাঁদতে হবে, তিনি এত বড় জমিদার সাহেব হয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে এমন সব মন্তব্য করে খবরের শিরোনাম হয়েচেন এই নায়িকা।

শিরিন শিলা: প্রিয় তারকার জন্য ভক্তরা অনেক সময়ই নানান কাণ্ড ঘটানোর ফলে তারকারাও চেষ্টা করেন ভক্তদের আবদার পূরণ করার। মে মাসে ঢাকার ধামরাইয়ে ‘দ্য রাইটার’ সিনেমার শুটিং চলাকালীন এমনই এক পরিস্থিতিতে পড়েন চিত্রনায়িকা শিরিন শিলা। এক ভক্ত তার সঙ্গে কথা বলার সময় হঠাৎ প্রকাশ্যে জড়িয়ে ধরে চুমু দেয় অভিনেত্রীকে। শিলা বলেন, ‘তাকে দেখে আমার মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। কিন্তু পরে সে চুমু খাওয়ার চেষ্টা করে।’ এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রলের স্বীকার হন শিরিন শিলা। পরে লাইভ এসে ঘটনার ব্যাখ্যা দেন তিনি।

সেলিব্রেটি ক্রিকেট লিগ: প্রথমবারের মতো আয়োজিত সেলিব্রেটি ক্রিকেট লিগে শুরুতেই সমালোচিত হয়ে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনা সবাইকে অবাক করে দেয়। দুপক্ষের মধ্যে বেশ কাঁদা ছোড়াছুড়িও হওয়ায় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু মারামারির কারণে সেলিব্রেটি ক্রিকেট লিগের ভাবমূর্তিটা আর আগের মতো থাকেনি। শেষ মুহূর্তে দ্বন্ধের কারণে এ খেলা বন্ধ হয়ে যায়।

লুবাবার কেন্দে দেওয়া: সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে ট্রলের শিকার হন শিশুশিল্পী সিমরিন লুবাবা। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটির প্রিমিয়ার দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সে বলে, ‘কেন্দে দিয়েছি’। ব্যস, এতেই অনেকে ট্রল ও রোস্ট করতে শুরু করেন! যা নিয়ে ডিবি কার্যালয় পর্যন্ত যেতে হয়েছে লুবাবা ও তার পরিবারকে।

লুকিং লাইক আ ওয়াও: বছরের শেষ দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই কিংবা কান পাতলেই শোনা যাচ্ছে ‘সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। সম্প্রতি এই সংলাপ সোশ্যাল ট্রেন্ডে পরিণত হয়। এই ট্রেন্ডের ছোঁয়া লাগে অভিনয়শিল্পীদের মাঝেও। বিশেষ করে, অভিনেত্রীদের অনেকে সমাজমাধ্যমের পাতায় ছবির ক্যাপশন কিংবা ভিডিওতে বলছেন ‘জাস্ট লুকিং লাইক আ ওয়াও’ ওয়াও’।

বিদেশি সিনেমা: দেশের প্রেক্ষাগৃহে যাতে ভিনদেশি সিনেমা মুক্তি না দেওয়ার দাবীতে ২০১৫ সালে কাফনের কাপড় পড়ে রাজপথে নেমেছিল দেশের তারকা শিল্পীরা। কয়েকবছর কেটে যাওার পর রাজপথে নামা অনেক শিল্পীরা মুক্তির পক্ষে আসে। সব বাধা বিপত্তি কাটিয়ে চলতি বছরের ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ফের মুক্তি পায় বিদেশি সিনেমা, বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত আলোচিত সিনেমা ‘পাঠান’ দিয়েই শুরু। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ সময় পর ফের দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এরপর মুক্তি পায় ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিম্যাল’ ‘মানুষ’ এবং ‘ডানকি’ নামের ব্লক বাস্টার সিনেমাগুলো।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭