ইনসাইড বাংলাদেশ

আচরণবিধি লঙ্ঘন থামছে না, সংঘর্ষ-হামলা চলছেই


প্রকাশ: 28/12/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ-হামলার ঘটনা থামছে না। আচরণবিধি লঙ্গনের ঘটনা ঘটছে অহরহ। সরকারি কর্মকর্তা, শিক্ষকরাও এর বাইরে থাকছেন না। গত মঙ্গল এবং বুধবারও দেশের বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্গনের ঘটনা ঘটেছে। এতে করে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকতাও শোকজ করছেন সংশ্লিষ্টদের। এমনকি জরিমানাও করা হচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসূত্র বলছে, গত দুই দিনে অন্তত পাঁচটি জায়গায় প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন এবং তিনটিতে হামলার ঘটনা ঘটে। ১৮ ডিসেম্বর শুরু হওয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার পর থেকে ১০ দিনে ৮৩টি জায়গায় সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার পর্যন্ত অনুসন্ধান কমিটিগুলো আচরণবিধি লঙ্ঘনের মোট ২৫৬টি অভিযোগ আমলে নিয়ে প্রার্থীদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

নাটোরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আহাদ আলী সরকারের নির্বাচনী ক্যাম্পের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে শহরের দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে। মো. আহাদ আলী সরকার নাটোর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী।

তথ্যসূত্রগুলো বলছে, সরকারি কর্মচারীরা কোনো দলের বা প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার বা সমাবেশে অংশ নিতে পারেন না। সেটা না মেনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হকের নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার, যিনি একসময় রেল মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তানভীর শাকিলের নির্বাচনী প্রচারে নেমেছেন স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতি। ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে এই শিক্ষক দম্পতিকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মিছিল ও উঠান বৈঠকে অংশ নেওয়া এবং প্রচারপত্র বিলি করতে দেখা যায়।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বাসায় ৩৭ শিক্ষকের বৈঠকের বিষয়টি গোপন ছিল। সেটি জানাজানি হয় একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর। নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করায় এ বিষয়ে ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অন্যদিকে সরকারি চাকরিজীবী হয়েও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে গতকাল মেহেরপুর-১ আসনে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলোক কুমার দাসকে আবারও কারণ দর্শাতে বলেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। এই আসনে নৌকার প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান। একই আসনে চিকিৎসাজনিত ছুটি নিয়ে বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী কর্মকর্তা সাইদুর রহমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগ স্বীকার করে সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি সম্পর্কে আমার জানা ছিল না।’

সিরাজগঞ্জের-৫ আসনের চৌহালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাইতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে।

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদের সমর্থকদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছে। পাশাপাশি নৌকার একটি প্রচারকেন্দ্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলায় চারজন আহত হন।

ফরিদপুর-৩ আসনে গতকাল ভোরে নৌকার প্রার্থী শামীম হকের একটি নির্বাচনী ক্যাম্প ও স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের একটি ক্যাম্পে অগ্নিসংযোগ করা হয়।

মাদারীপুরের কালকিনিতে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের একটি নির্বাচনী ক্যাম্পে তালা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

ময়মনসিংহ-৪ (ময়মনসিংহ সদর) আসনের দাপুনিয়া বাজারে আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমানের একটি নির্বাচনী ক্যাম্পে হামলা এবং নগরের চরপাড়া নয়াপাড়া এলাকায় অপর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে।

গাজীপুর-৩ (শ্রীপুর-সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেনের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে নৌকার প্রার্থী রুমানা আলীর একটি নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত তিনটার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পূর্ব বেড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মেহেরপুরে নৌকার পক্ষে প্রচারে রাজি না হওয়ায় সংরক্ষিত এক নারী ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্যকে লাঞ্ছিত করে পরিষদ চত্বর থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটি ও মেহেরপুর সদর থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর-হরিরামপুর-সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য মমতাজ বেগমের কর্মীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ।

এবারের নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। কারও কারও বিরুদ্ধে মামলা হয়েছে। আবার সংঘাতে জড়িত থাকায় প্রার্থীর কর্মী-সমর্থকদের গ্রেপ্তারও করা হচ্ছে। সর্বশেষ গতকাল আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিনকে ১ লাখ টাকা এবং বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করে ইসি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭