কালার ইনসাইড

অভিনয়কে বিদায় জানালেন মাহিয়া মাহি


প্রকাশ: 28/12/2023


Thumbnail

চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

২৬ ডিসেম্বর বিকেলে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে প্রচারণা চালানোর সময় তিনি জানিয়েছেন, অভিনয় ছেড়ে দিয়েছেন। এখন থেকে রাজনীতিতেই সরব থাকবেন। এদিন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাঁর নির্বাচনী প্রতীক ট্রাকে ভোট চেয়েছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন এলাকার নেতাকর্মীরা। ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মাহি।

এ সময় মাহিকে এক ভোটার বলেন, ‘ভোটের পর নেতারা দেশ ছেড়ে যান, ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমন দেখি।’ এই ভোটারকে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে। সংসার আছে। এখন আপনাদের নিয়েই থাকব।’

উল্লেখ্য, চিত্রনায়িকা মাহি গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন। সম্প্রতি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতির মাঠে নামেন। তবে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে ভোটে লড়ছেন তিনি।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭