ওয়ার্ল্ড ইনসাইড

ভারতীয় নৌ সেনাদের সাজা কমাল কাতার


প্রকাশ: 28/12/2023


Thumbnail

কাতারের একটি আদালত গত অক্টোবরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট সাবেক নৌসেনা সদস্যের সাজা কমিয়েছে। ভারত সরকার এই তথ্য জানিয়েছে। 

এনডিটিভির খবর অনুসারে, রায় এখনও প্রকাশ না হওয়ায় সাজা কমানোর বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা আইনি দল এবং পরিবারের সদস্যদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। 

ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, তাঁরা ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তি করেছেন’। তবে ইসরায়েল সরকার মামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। মূলত, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয়নি।

ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আটজন ভারতীয় নাগরিক ২০২২ সালের আগস্টে দোহায় গ্রেপ্তার হয়েছিলেন। কাতারে আটককৃতরা হলেন- পূর্ণেন্দু তিওয়ারি, সুগুনাকর পাকালা, অমিত নাগপাল ও সঞ্জীব গুপ্তা এবং ক্যাপ্টেন নবতেজ সিং গিল, বীরেন্দ্র কুমার ভার্মা ও সৌরভ বশিষ্ঠ ও নাবিক রাগেশ গোপকুমার। তাঁদের মধ্যে ক্যাপ্টেনসহ সাবেক উচ্চপদস্থ এবং পদকপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, যাঁরা একসময় দেশটির যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন।

কাতারের একটি আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেওয়ায় অক্টোবরে ভারত ‘বিস্মিত’ বলে জানিয়েছিল।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭