ইনসাইড বাংলাদেশ

আজ সারা দেশে ১১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে


প্রকাশ: 29/12/2023


Thumbnail

আজ সারা দেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীসহ সারা দেশে এই বিজিবি মোতায়েন করা হচ্ছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এদিকে গত ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হবে। এদিন থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি... বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭