ইনসাইড গ্রাউন্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া এক, বাংলাদেশ চারে


প্রকাশ: 29/12/2023


Thumbnail

বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে এক লাফে তিনে উঠে এসেছে অজিরা।

পাকিস্তান পিছিয়ে নেমে গেছে পাঁচ নম্বরে। আগের দিন দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরে এক থেকে পাঁচে নেমেছিল ভারত। এবার তাদের আরও এক ধাপ অবনমন হয়েছে।

বাংলাদেশ আছে চার নম্বরে। এখন পাকিস্তান আর ভারত দুই দলই বাংলাদেশের নিচে। টাইগারদের ওপরে কেবল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া।

মেলবোর্ন টেস্টে জয়ের সুবাদে মূল্যবান ১২ পয়েন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সেই সুবাদে ৭ ম্যাচে ৪টি জয়সহ তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়িয়েছে ৪২। অস্ট্রেলিয়া ৫০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে। ফলে তারা এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে।

পাকিস্তান ৪ ম্যাচের ২টিতে পরাজিত হয়। তাদের সংগ্রহে রয়েছে ৪৫.৮৩ শতাংশ হারে ২২ পয়েন্ট। পাকিস্তানের ২ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার-রেটের জন্য। সবমিলিয়ে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই থেকে পিছিয়ে ৫ নম্বরে চলে গেছে।

 

এদিকে সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে হারানোর সুবাদে দক্ষিণ আফ্রিকা ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করে। যেহেতু পয়েন্টের নিরিখে নয়, বরং পয়েন্ট সংগ্রহের শতকার হারের নিরিখে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারিত হয়, তাই আপাতত লিগ টেবিলের মগডালে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল

১. দক্ষিণ আফ্রিকা- ৩ ম্যাচে ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট।

২. নিউজিল্যান্ড- ২ ম্যাচে ৫০ শতাংশ হারে ১২ পয়েন্ট।

৩. অস্ট্রেলিয়া- ৭ ম্যাচে ৫০ শতাংশ হারে ৪২ পয়েন্ট।

৪. বাংলাদেশ- ২ ম্যাচে ৫০ শতাংশ হারে ১২ পয়েন্ট।

৫. পাকিস্তান- ৪ ম্যাচে ৪৫.৮৩ শতংশ হারে ২২ পয়েন্ট।

৬. ভারত- ৩ ম্যাচে ৩৮.৮৯ শতাংশ হারে ১৪ পয়েন্ট।

৭. ওয়েস্ট ইন্ডিজ- ২ ম্যাচে ১৬.৬৭ শতাংশ হারে ৪ পয়েন্ট।

৮. ইংল্যান্ড- ৫ ম্যাচে ১৫ শতাংশ হারে ৯ পয়েন্ট।

৯. শ্রীলঙ্কা- ২ ম্যাচে শূন্য পয়েন্ট।

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭