ইনসাইড পলিটিক্স

লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের


প্রকাশ: 29/12/2023


Thumbnail

বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

জনসভার মঞ্চে উঠেই ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, খেলা হবে, কিন্তু খেলা কার সঙ্গে হবে? বিএনপি কোথায়? বিএনপি লাল কার্ড খেয়ে বিদায় নিয়ে পালিয়ে গেছে। খেলা হবে ১ হাজার ৮৯৫ প্রার্থীর মধ্যে।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোথায় গেল বিএনপির এক দফা? পল্টনের খাদে হারিয়ে গেছে বিএনপির এক দফা। তাদের এক দফা আন্দোলন ভুয়া। বিএনপির আন্দোলনই ভুয়া। বঙ্গবন্ধুর কন্যা বসে আছেন। বিজয়ের লাল সবুজ পতাকা হাতে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ে পৌঁছব।

তিনি বলেন, কীর্তনখোলা, শেরে বাংলার দেশ, আজকের বরিশালে শেখ হাসিনার দুর্জয় গাথা। নির্বাচনী ইস্তেহারে শেখ হাসিনা ছাড়া কেউ পূরণ করতে পারে না।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭