ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেনের খারকিভ ও লভিভ নগরীতে হামলা চালিয়েছে রাশিয়া


প্রকাশ: 29/12/2023


Thumbnail

রাশিয়া শুক্রবার সকালে ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় খারকিভ এবং লভিভ শহরে হামলা চালিয়েছে। এ দুই নগরীর মেয়র এ কথা জানিয়েছেন।  

টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় খারকিভের মেয়র ইগর তারেখভ বলেন, ‘খারকিভ নগরীতে কমপক্ষে ছয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’

এদিকে লভিভ নগরীর মেয়র আন্দ্রি সাদোভি লভিভে কমপক্ষে দুটি স্থানে রাশিয়ার হামলা চালানোর তথ্য জানিয়েছেন।

তারেখভ খারকিভ শহরে রাশিয়ার হামলাকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে বর্ণনা করেছেন।

রাশিয়ার এসব হামলায় তাৎক্ষণিকভাবে এ দুই শহরের কোনটি থেকেই হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার খারকিভ অঞ্চলের ভোভচানস্কে রাশিয়া বাহিনীর গোলাবর্ষণে ৬৬ বছর বয়সী এক মহিলা নিহত এবং একজন আহত হন।

পুলিশ জানায়, খারকিভ অঞ্চলের গ্লুশকিভকা গ্রামে রাশিয়ার বিমান হামলায় ৫৮ থেকে ৭৬ বছর বয়সী তিন মহিলা আহত হয়েছেন।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আটকে থাকা ইউক্রেনের জন্য অস্ত্রের অবশিষ্ট শেষ প্যাকেজ ছেড়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। এর একদিন পরেই আবার রাশিয়া এসব হামলা চালালো।

:বাসস/ এএফপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭