ইনসাইড বাংলাদেশ

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মইনুল কবির অবসরে যাচ্ছেন কাল


প্রকাশ: 30/12/2023


Thumbnail

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোঃ মইনুল কবিরকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১) (ক) অনুযায়ী আগামীকাল (৩১ ডিসেম্বর, ২০২৩) তারিখ হতে অবসরের বিষয়টি কার্যকর হবে।

গত ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম-সচিব (প্রশাসন) মো. মুনিরুজ্জামান সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘তাঁর অনুকূলে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১০ এর উপ-অনুচ্ছেদ ২(খ) মোতাবেক ১৮ (আঠারো) মাস ছুটি নগদায়নের সুবিধা (লাম্পগ্রান্ট) সহ সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৭ এবং চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ এর অনুচ্ছেদ ১০ এর উপ-অনুচ্ছেদ ২(ক) মোতাবেক ০১/০১/২০২৪ খ্রি. তারিখ হতে ৩১/১২/২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত পূর্ণ গড় বেতনে ০১ (এক) বছরের অবসর-উত্তর ছুটি (Post Retirement Leave) মঞ্জুর করা হলো।’ তিনি বিধি অনুযায়ী অবসর এবং অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭