ইনসাইড গ্রাউন্ড

জার্সি বিতর্কে বাতিল হলো ম্যাচ


প্রকাশ: 30/12/2023


Thumbnail

সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত ইস্তাম্বুলভিত্তিক ক্লাব গালাতাসারি ও ফ্যানারবাচির মধ্যকার ম্যাচের আগে অনুশীলনের সময় দুই দলের খেলোয়াড়দের জার্সি নিয়ে বিতর্কে জড়াতে দেখা যায়।

আর এই বিতর্কের জেরে বাতিল হয়ে গেল তুরস্কের সুপার কাপের ফাইনাল ম্যাচ। পরে আয়োজকদের পক্ষ থেকে খেলা স্থগিত হওয়ার ঘোষণা আসে।  

বলা হচ্ছে, আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ককে জার্সিতে জড়ানো নিয়েই বিতর্ক শুরু হয়েছে। যদিও এটি নিয়ে তুরস্কের ফুটবল বা দেশটির গণমাধ্যম কোনো মন্তব্য করেনি।

ধর্মনিরপেক্ষ তুরস্কের প্রতিষ্ঠার শতবর্ষ উৎযাপন উপলক্ষে কিং সৌদ ইউনিভার্সিটি মাঠে ম্যাচটির আয়োজন করা হয়েছিল। ম্যাচটি স্থগিত হলেও এটি নিয়ে সৌদি কর্মকর্তারাও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ম্যাচটি পরে কখন আয়োজন করা হবে, সে বিষয়েও কোনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭