কালার ইনসাইড

নির্বাচনের আগে রাইমার ছবি দেখার নির্দেশ নরেন্দ্র মোদীর


প্রকাশ: 30/12/2023


Thumbnail

ভারতে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি । এবার দলের নেতাদের ভোটের আগে রাইমা সেনের সিনেমা দেখার পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সূত্রে জানা যায়, সংসদে শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পরেই জাতীয় পদাধিকারী বৈঠক হয়। অমিত শাহ-সহ মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যেরা ছাড়াও ছিলেন বিজেপির জাতীয় কমিটির শীর্ষনেতারা। নিয়ম অনুযায়ী ওই বৈঠকে ডাকা হয়েছিল সমস্ত রাজ্যের সভাপতিকেও। সেখানেই বক্তৃতা দেওয়ার সময় দলীয় নেতাকর্মীদের ভোটের আগে অগ্নিহোত্রী পরিচালিত রাইমা সেনের ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিটি দেখে নিতে বলেন।

গত বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠকে প্রধানমন্ত্রীর সেই নির্দেশ বাংলার নেতাদের শুনিয়েছেন কেন্দ্রীয় নেতা মঙ্গল পাণ্ডে। 

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন। তিনি প্রাক্তন তৃণমূল সংসদ সদস্য জনপ্রিয় অভিনেত্রী মুনমুন সেনের মেয়ে। এ সিনেমায় রাইমা সেনকে দেখা গিয়েছিল রোহিণী নামে এক সাংবাদিকের চরিত্রে। অন্যদিকে ভারত সরকারের ক্যাবিনেট সচিবের ভূমিকায় অভিনয় করেন অনুপম খের। সিনেমায় তার সংলাপের সঙ্গে মোদির কথার ধরনের সাদৃশ্য খুঁজে পেয়েছিলেন দর্শকরা। এবার লোকসভা নির্বাচনের আগে সেই সিনেমাই দেখার নির্দেশ দিলেন মোদি।

প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর পুজার আগে মুক্তি পায় ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধ্যাপক বলরাম ভার্গবের লেখা ‘গোয়িং ভাইরাল’ বইয়ের গল্প নিয়েই বিবেক এই ছবিটি তৈরি করেন। ভারতের করোনা ভ্যাকসিন আবিষ্কার নিয়ে করা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’ সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রাইমা সেন।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭