ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা


প্রকাশ: 30/12/2023


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। 

এসময় লক্ষ্মীপুরে ভোট হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ। কোন ভোটারকে কেউ কেন্দ্রে আসতে বাধা দিলে তাকে কঠোর হস্তে দমন করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের দিন পুরো জেলায় নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব বলে জানান বক্তারা।

এছাড়া জেলার ৪ টি আসনে ৩১ জন সংসদ সদস্য প্রার্থীদের মধ্যে থেকে বেশ কয়েকজন প্রার্থী বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন।

সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ডিসি।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭