কালার ইনসাইড

আজ ৬৩ জেলায় একযোগে প্রদর্শিত হবে ‘সাঁতাও’


প্রকাশ: 31/12/2023


Thumbnail

আজ ৩১ ডিসেম্বর, বছরের শেষ দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের তেষট্টি জেলায় ‘সাঁতাও’ চলচ্চিত্র প্রদর্শিত হবে। জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় তেষট্টি জেলায় একযোগে বিকেল ৪ টায় ‘সাঁতাও’ চলচ্চিত্রটি বড় পর্দায় দেখা যাবে।

গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যায়, দেশের ১৭টি চলচ্চিত্র নিয়ে গত ২৯ ডিসেম্বর ২০২৩ থেকে আগামী ৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘গণজাগরণে চলচ্চিত্র উৎসব’টি অনুষ্ঠিত হচ্ছে।

কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে চলচ্চিত্র ‘সাঁতাও’।

চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা খন্দকার সুমন। সহকারি পরিচালক হিসাবে ছিলেন শ্যামল শিশির, সুপিন বর্মণ ও মাসুদ রানা নকীব।

গণ-অর্থায়নে নির্মিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মোঃ সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, সাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবেল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকত, আব্দুল্লাহ আল সেন্টু, আলমগীর কবীর বাদল, রবি দেওয়ান, দীনবন্ধু পাল, হামিদ সরকার, মোঃ হানিফ রানা, আকতার হোসেন, আজিজুল হাকিম শিউস, সাইফুল ইসলাম লিটন, রাসেল তোকদার, মজনু সরকার, আবু কালাম, সিদ্দীক আলী, সুজন মাহমুদ, তাহসিনা আকতার তন্বী, নিশাত তাহিয়াত মিমন এবং তিস্তাবাজার এলাকাবাসী।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭