ইনসাইড গ্রাউন্ড

২০২৪ সালে আর্জেন্টিনার ফুটবল সূচি যেমন


প্রকাশ: 01/01/2024


Thumbnail

বিশ্বকাপ এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্যও বেশ ব্যস্ততার এক বছর হতে যাচ্ছে ২০২৪ সাল। কোপা আমেরিকার আঞ্চলিক আসর তো আছেই, সঙ্গে আছে বেশকিছু বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। এছাড়া প্রীতি ফুটবল ম্যাচ নিয়েও আছে গুঞ্জন।

জুনের ২০ তারিখ থেকে কোপা আমেরিকা দিয়ে এবছর নিজেদের মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর আগে মার্চে আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে পারে আলবিসেলেস্তেরা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া নিজেই দিয়ে রেখেছেন এই আশ্বাস।

 

আর্জেন্টিনার ২০২৪ সালের সূচি- 

 

কোপা আমেরিকা

 

২০ জুন, ২০২৪      আর্জেন্টিনা বনাম প্লে-অফ বিজয়ী

 

২৫ জুন, ২০২৪      চিলি বনাম আর্জেন্টিনা 

 

২৯ জুন, ২০২৪      আর্জেন্টিনা বনাম পেরু

 

৪ জুলাই/৫ জুলাই, ২০২৪*     কোপা আমেরিকা কোয়ার্টার ফাইনাল

 

৯ জুলাই, ২০২৪*                    কোপা আমেরিকা সেমিফাইনাল

 

১৩ জুলাই/১৪ জুলাই, ২০২৪*   তৃতীয় স্থান নির্ধারণী/ফাইনাল

 

* আর্জেন্টিনার নকআউটে ওঠার সাপেক্ষে।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

৫ সেপ্টেম্বর, ২০২৪         আর্জেন্টিনা বনাম চিলি

 

১০ সেপ্টেম্বর, ২০২৪       কলম্বিয়া বনাম আর্জেন্টিনা 

 

১০ অক্টোবর, ২০২৪        ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা

 

১৫ অক্টোবর, ২০২৪       আর্জেন্টিনা বনাম বলিভিয়া

 

১৪ নভেম্বর, ২০২৪         প্যারাগুয়ে বনাম আর্জেন্টিনা

 

১৯ নভেম্বর, ২০২৪         আর্জেন্টিনা বনাম পেরু    



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭