ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে আদালত বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ


প্রকাশ: 01/01/2024


Thumbnail

৭ জানুয়ারী ডামি নির্বাচন বাতিল এবং বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা পুন:প্রতিষ্ঠার জন্য লক্ষ্মীপুরে আদালত বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছে জেলা বার ইউনিটের আইনজীবীরা। 

সোমবার (১ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে গনতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার এ স্লোগানকে সামনে রেখে র‌্যালী শুরু হয়ে মূল সড়ক দিয়ে পুনরায় আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে লিফলেট বিতরণ করেন আইনজীবিরা। 

বিক্ষোভ মিছিলে অংশ নেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট হাসিবুর রহমান, জেলা আইনজীবি সমিতির সভাপতি ফেরদৌস আলম মানিক, এডভোকেট হাফিজুর রহমান ও এডভোকেট হাসানসহ আরো অনেকে। 

এসময় বক্তারা বলেন, দেশের অধিকাংশ মানুষ বিগত ২টি প্রহসনমূলক জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবীতে ১ জানুয়ারী থেকে ৭ জানুযারী পর্যন্ত সকল আদালত বর্জনের ঘোষণা দেন বক্তারা।

পরে স্থানীয়দের মাঝে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে আদালত বর্জন ও অসহযোগ কর্মসূচীর লিফলেট বিতরণ করা হয়।


প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭