ইনসাইড বাংলাদেশ

কবরে গিয়েও নৌকায় ভোট দিতে চাইলেন শাহজাহান ওমর


প্রকাশ: 02/01/2024


Thumbnail

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কবরে গিয়েও নৌকায় ভোট দিতে চেয়েছেন বিএনপি থেকে আওয়ামী লীগের যোগদান করা নেতা ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। 

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে প্রতিদ্বন্দ্বীতাকারী আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঁঠালিয়ায় আমি বিএনপির দুর্গ সৃষ্টি করেছিলাম। শেখ হাসিনা এটি উপলব্ধি করেছেন এবং কানে কানে বলেছেন, এখন এইটা উল্টা ঘুরিয়ে আওয়ামী লীগের দুর্গ করে দেও। আমি করব, আমার ওপর তার যে আস্থা তার বরখেলাপ হবে না ইনশাআল্লাহ। এ অঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলব, তাড়াতাড়ি নৌকায় ভোট দে।’

সোমবার (১ জানুয়ারি) বিকেলে লেবুবুনিয়া মাদ্রাস মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি সম্পর্কে এ সাবেক বিএনপি নেতা বলেন, ‘আমি আগে একটি দলে ছিলাম সেই দলে আমার সিরিয়াল ছিল ১১, আমি কেন আওয়ামী লীগে আসছি জানেন, রাজনৈতিক দল যদি নির্বাচনে না করে, এ দল টেকে না।’

নির্বাচন নিয়ে বর্তমান আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘আগামী ৭ তারিখের নির্বাচনে সবাইকে কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে। কেন্দ্রে বসে সিল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যযেক্ষণ থাকবে। তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবে। সিল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫, ১০ কিংবা ২০ শতাংশ ভোট পড়লে এ নির্বাচন অবৈধ বলে বিদেশি গণমাধ্যম ও বিরোধীপক্ষ প্রচার করবে। তাই কমপেক্ষ ৬০ শতাংশ ভোট কাস্ট হতে হবে।’

শাহজাহান ওমর আরও বলেন, ‘আপনারা একদিন ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় সিল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই।’

সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোবাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ উপজেলা এবং ইউনিয়নপর্যায়ের নেতাকর্মীরা।



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭