ওয়ার্ল্ড ইনসাইড

এবার বন্ধ করা হবে আসামের বেসরকারি মাদ্রাসাগুলো


প্রকাশ: 02/01/2024


Thumbnail

আসামের মাদ্রাসাগুলোকে বন্ধ করে স্কুলে রুপান্তর করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটির রাজ্য সরকার। নতুন বছরের প্রথম দিনে এই ঘোষণা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার (১ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে আসামে সরকারিভাবে পরিচালিত সকল মাদ্রাসা বন্ধ করে দেয় বিজেপি সরকার। ফলে বেসরকারি মাদ্রাসাগুলোকে পরিবর্তন করতে বেশ বেগ পেতে হবে না রাজ্য সরকারকে। তবে এক্ষেত্রে আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পন্ন করতে চায় রাজ্য সরকার। 

এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘বেসরকারি মাদ্রাসাগুলো ভারতের সংবিধানের মাধ্যমে সুরক্ষিত। কারণ সংবিধানে লেখা আছে, সরকার সংখ্যালঘুদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্পর্শ করতে পারে না। এমনকি তারা আরটিই আইনের আওতায় পড়ে না।’

মূলত আসামে বেসরকারি ৩ হাজার মাদরাসা রয়েছে। এখান থেকে প্রায় ১ হাজারটি বেসরকারি মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে সাধারণ স্কুলে রূপান্তর করতে রাজ্য সরকার।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসাগুলো বন্ধ করে সাধারণ বিদ্যালয়ে রূপান্তরের জন্য আলোচনার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম পুলিশ ও শিক্ষা বিভাগের সঙ্গে এই বিষয়ে একসাথে কাজ করছে রাজ্য সরকার। মাদ্রাসার সংখ্যা ৩ হাজার থেকে তা ২ হাজারে নামিয়ে আনতে আমরা বেসরকারি মাদ্রাসা ও সংস্থাগুলোর সাথে নিয়ে আলোচনা করছি।’

তিনি বলেন, ‘এখানে পাঁচটি স্বতন্ত্র সম্প্রদায় রয়েছে যারা অসমীয়া মুসলিম সম্প্রদায় হিসাবে পরিচিত, আমরা আদমশুমারি অনুমোদন করেছি এবং যে গ্রামগুলোতে অসমীয়া মুসলিম সম্প্রদায়গুলো বাস করে সেগুলো যাচাই করছি, এছাড়াও পৌর এলাকার ওয়ার্ডগুলোতেও যেখানে অসমীয়া মুসলমানরা বাস করে, আমরা যাচাই করছি। ২০২৪ সালের শেষ নাগাদ আমরা এই আদমশুমারিটি সম্পন্ন করব।’

আসামের এই মুখ্যমন্ত্রী আরও বলেছেন, তার সরকার এই বছরের শেষ নাগাদ অসমীয়া মুসলমানদের একটি নতুন আদমশুমারি সম্পন্ন করবে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭