ওয়ার্ল্ড ইনসাইড

গত বছর যুক্তরাজ্যে পাড়ি দিয়েছে প্রায় ৩০ হাজার অভিবাসী


প্রকাশ: 02/01/2024


Thumbnail

২০২৩ সালে ইউরোপের বিভিন্ন দেশ থেকে চ্যানেল পেরিয়ে প্রায় ৩০ হাজার অভিবাসী যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছে। ছোট নৌকা ব্যবহার করে তারা চ্যানেলটি অতিক্রম করে। আগের বছরের তুলনায় এই সংখ্যা এক তৃতীয়াংশের বেশি হ্রাস পেয়েছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়। 

কর্মকর্তারা ২০১৮ সাল থেকে যুক্তরাজ্যের অভিবাসীর সংখ্যা প্রকাশ করে আসছে। দক্ষিণ-পূর্ব ইংলিশ উপকূলে ২৯,৪৩৭ জনের অননুমোদিত আগমন সংখ্যা প্রকাশ শুরুর পর থেকে এখনো দ্বিতীয় বৃহত্তম বার্ষিক সংখ্যা।

বিশ্বের অন্যতম ব্যস্ত শিপিং লেন জুড়ে বিপজ্জনক যাত্রা ব্রিটেনের রক্ষণশীল সরকারের জন্য একটি রাজনৈতিক মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ঋষি সুনাক গত বছর ‘নৌকা যোগে চ্যানেল অতিক্রম বন্ধের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।

তবে গত মাসে সুনাক বলেন, তার প্রতিশ্রুতি পূরণের কোন ‘সুনির্দিষ্ট তারিখ’ ছিল না।

সোমবার প্রকাশিত পরিসংখ্যানের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সুনাকের ডাউনিং স্টিট অফিস বলেছে, ছোট নৌকা যোগে চ্যানেল পাড়ি দেওয়ার হার আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। ২০২২ সালে ৪৫ হাজার অভিবাসী চ্যানেল পাড়ি দেয়। এই সংখ্যা চ্যানেল অতিক্রমের সর্বোচ্চ রেকর্ড।

: বাসস/এএফপি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭