ইনসাইড বাংলাদেশ

বিদেশে যেতে সুপ্রিম কোর্টে খালেদা?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 31/03/2018


Thumbnail

বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁকে প্যারোলে মুক্তি দেওয়ার একটি আবেদন প্রস্তুত করা হয়েছে। এই আবেদন আগামী রোববার বা সোমবারের মধ্যে হাইকোর্টে উপস্থাপন করা হবে। বেগম জিয়ার আইনজীবীরা শুক্রবার এবং আজ শনিবার এই জামিনের আবেদন চূড়ান্ত করছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে রাজি, তবে তা তিনি সুপ্রিম কোর্টের মাধ্যমে নিতে চান। এজন্যই এই পিটিশনটি তৈরি করা হয়েছে। জিয়া এতিমখানা মামলায় বেগম জিয়ার ৫ বছরের সাজা হয়েছে। বেগম জিয়ার পক্ষে ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হলে, আপিল শুনানির জন্য গৃহীত হয়। পরবর্তীতে হাইকোর্ট বেঞ্চ তাঁকে ৪ মাসের জামিন দেয়। রাষ্ট্রপক্ষ জামিনের আদেশ চ্যালেঞ্জ করে আপিল করলে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ফুল বেঞ্চ আগামী ৭ মে পর্যন্ত জামিন স্থগিত রেখেছে। ওই দিন এব্যাপারে পূর্ণাঙ্গ শুনানি হবার কথা। কিন্তু বেগম জিয়ার অন্যতম কৌসুলি এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেছেন, ‘আপিল বিভাগ জামিন স্থগিত করলেও নতুন করে জামিনের আবেদন করতে বাধা নেই।’ তিনি বলেন, ‘গত মঙ্গলবার থেকে বিএনপি চেয়ারপারসন অসুস্থ। অথচ জেল কর্তৃপক্ষ তাঁর অসুস্থতা সম্পর্কে সুস্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছে না। বিষয়টিতে আমরা উদ্বিগ্ন। তাই তাঁর সাম্প্রতিক অসুস্থতার গ্রাউন্ডে অবিলম্বে তাঁর জামিন এবং সুচিকিৎসার জন্য প্রয়োজনে তাঁকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে আমরা সর্বোচ্চ আদালতে আবেদন করবো।’ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদও বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে এরকম জামিনের আবেদন করার সুযোগ আছে। এখন যেহেতু একটি নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাই এই আবেদন করার ‘ভ্যালিড গ্রাউন্ড’ রয়েছে।

বিএনপির একজন নেতা বলেন, ‘সুপ্রিম কোর্ট যদি তাঁর সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেয়, সেটা সবার জন্যই মঙ্গল।’


বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭