ওয়ার্ল্ড ইনসাইড

টোকিওতে বিমানের সংঘর্ষে কোস্টগার্ডের বিমানের ৫ আরোহী নিহত


প্রকাশ: 02/01/2024


Thumbnail

টোকিওতে হানেদা বিমানবন্দরের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে কোস্ট গার্ডের বিমানের সংঘর্ষে কোস্ট গার্ডের বিমানের ৫ ক্রু নিহত হয়েছে। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। 

দুর্ঘটনার সময় যাত্রীবাহী বিমানটিতে ৩৭৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। তাদের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয় উদ্ধারকারী বাহিনী।

জাপান কোস্ট গার্ড টিএলডি এনএইচকে জানিয়েছে, বিমানটিতে ৬ জন যাত্রী ছিল, যার মধ্যে ১ জন সরে যেতে সক্ষম হয়েছে এবং বাকি ৫ জন বিমানের ভিতরে মারা গেছেন।

সংঘর্ষের পর জাপান এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এয়ারবাসের উড়োজাহাজটিতে থাকা আট শিশু ও ১২ জন ক্রুসহ ৩৭৯ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিমান দুর্ঘটনার পর সেখানকার ভিডিওতে দেখা গেছে, জানালা থেকে আগুনের শিখা বের হচ্ছে এবং বিমানের নাক মাটিতে পড়ে আছে। উদ্ধারকর্মীরা বিমানটিতে স্প্রে করছেন। আগুন নেভানোর জন্য দমকল বাহিনীর ৭০টিরও বেশি ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭